পূর্ব মেদিনীপুরে ফের সমবায় সমিতির ভোটে জিতল তৃণমূল। রাম-বাম কেউই প্রার্থী দিতে পারল না জোড়া ফুল শিবিরের বিরুদ্ধে। বুধবার ছিল শহিদ মাতঙ্গিনী ব্লকের জামিট্যা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল ছাড়া কোনও দলই মনোনয়নপত্র জমা দেয়নি। সমিতির মোট আসন ৪৪। সব আসনে তৃণমূল প্রার্থী দেয়। মনোনয়নের শেষ দিনে বিরোধীরা কেউ প্রার্থী না দেওয়ায় সব আসনেই তৃণমূল জিতল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে ফের এই সমবায় সমিতিতে তৃণমূলই ক্ষমতায় আসায় দলের কর্মী-সমর্থকেরা আবির খেলায় মেতে ওঠেন। খাড়ুইয়ের তৃণমূল নেতা শেখ সিরাজুলের নেতৃত্বে এই জয় এসেছে। জয়ী তৃণমূল প্রার্থীরা বলেন, গত বোর্ডের তৃণমূল সদস্যরা খুব ভাল কাজ করেছেন। তাঁদের জনপ্রিয়তার কাছে আগেই হেরে বসেছিল বিরোধীরা। তাই এবারের ভোটে তারা একটা আসনেও প্রার্থী দিতে পারেনি।
আরও পড়ুন- ফুটপাথবাসীদের জন্য শহরে আরও নাইট শেল্টার