প্রতিবেদন: বেলডাঙায় তৃণমূল কর্মী খুন। বেলডাঙা থানার কাপাসডাঙা এলাকার তৃণমূল কর্মী বাবর আলিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। এদিন সন্ধ্যায় কাপাসডাঙা গ্রামের ষষ্ঠিতলা এলাকায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন বাবর আলি। হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও। বাবরকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন-‘প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী কোথায়’ টুইট বার্তায় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের
ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাবর। পরিবারের লোক তাঁকে উদ্ধার করে প্রথমে বেলডাঙা ব্লক হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তৃণমূল কর্মী বাবর আলির। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাবরকে খুন করেছে। গ্রামে পৌঁছেছে বেলডাঙা থানার পুলিশ। পাশাপাশি হার নিশ্চিত বুঝে আরও বেপরোয়া বিজেপি। ভোটের আগের রাতে অপহৃত হলেন এক তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর নাম গৌতম মণ্ডল।
আরও পড়ুন-ব্রিজভূষণকে আদালতে হাজিরার নির্দেশ
অভিযোগ, শুক্রবার রাতে বিজেপির দূষ্কৃতীরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী গৌতমকে অপহরণ করে। তাঁকে কোনও গোপন জায়গায় আটকে রাখা হয়েছে বলেই পরিবারের অভিযোগ। তাঁর খোঁজ চলছে। অপহৃত গৌতম নন্দীগ্রাম ব্লক ২ এর বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ১৪০ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পুলিশ খোঁজ শুরু করেছে। এদিন হাঁসখালিতে তৃণমূলকর্মী তপন ঘোষকে বিজেপির গুন্ডারা নৃশংসভাবে মারধোর করে। রক্তাক্ত ওই কর্মী হাসপাতালে।