তৃণমূল কর্মীর দোকানঘর দখল করে বিজেপির মন্দির

কৃষ্ণা দত্ত নামে স্থানীয় এক মহিলার কাছ থেকে ১৯৯৪ সালে একটি দোকানঘর ভাড়া নিয়ে সেখানে একটি সাইকেল স্ট্যান্ড চালাতেন তুলসী রজক বলে ওই তৃণমূল কর্মী

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দরিদ্র এক তৃণমূল কর্মীর ব্যবসায়িক প্রতিষ্ঠান জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে। দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন প্রান্তিকা এলাকার ঘটনা। ইতিমধ্যেই এ নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। কৃষ্ণা দত্ত নামে স্থানীয় এক মহিলার কাছ থেকে ১৯৯৪ সালে একটি দোকানঘর ভাড়া নিয়ে সেখানে একটি সাইকেল স্ট্যান্ড চালাতেন তুলসী রজক বলে ওই তৃণমূল কর্মী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর মাটির সৃষ্টির দৌলতে দারিদ্র্য কমছে পুরুলিয়ায়, জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট

সিপিএমের রক্তচক্ষু উপেক্ষা করেও তুলসী বাম আমলে দুর্গাপুর পুরনিগম নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থীও হয়েছিলেন। কয়েকদিন আগে হঠাৎ কৃষ্ণার পক্ষ নিয়ে স্থানীয় কয়েকজন সিপিএম কর্মী তুলসীকে দোকানঘরটি ছেড়ে দেওয়ার হুমকি দেয় বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান তিনি। এরই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর আদালত থেকে সংশ্লিষ্ট দোকানঘরটিতে কেউ যাতে না যেতে পারে সেই মর্মে নির্দেশিকাও আসে। তারপরও শনিবার সন্ধ্যায় বেশ কয়েকজন সিপিএম ও বিজেপি নেতা তুলসীর দোকানঘরে তালা দিয়ে চলে যায়।

আরও পড়ুন-ছেলের ভাতের থালায় লাথি মারল বিজেপির দুষ্কৃতীরা

রবিবার সেই দোকানের জমিতেই তড়িঘড়ি একটি মন্দির তৈরি করে দেয় বিজেপি বলে অভিযোগ তুলসীর। ঘটনার কথা জানতে পেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, তৃণমূলের এক ও দুই নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়। উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল প্রভাবিত হকার্স ইউনিয়নের সভাপতি প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদারও।

Latest article