ছেলের ভাতের থালায় লাথি মারল বিজেপির দুষ্কৃতীরা

অমূল্যর দাবি, এভাবে আমাদের রোখা যাবে না। যতদিন জীবন থাকবে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দল করব।

Must read

সংবাদদাতা, তমলুক : তাঁর অপরাধ, তিনি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। সেই অপরাধে সেই তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালাল বিজেপির গুন্ডাবাহিনী। বিজেপির দুষ্কৃতীদের ব্যাপক মারধরে গুরুতর আহত সেই তৃণমূলপ্রার্থী। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের দূরপা গ্রামের ঘটনা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপি জয়লাভ করেছে। সেই

আরও পড়ুন-পঞ্চায়েতে ভাল ফলের পর হুগলিতে জেলা তৃণমূল নেতৃত্ব চান, উন্নয়নের লক্ষ্যে শক্তিশালী বোর্ড গঠন

উপলক্ষে রবিবার বিজয়মিছিল করা হয়। আর সেই বিজয়মিছিল থেকেই গ্রাম পঞ্চায়েতে পরাজিত তৃণমূলপ্রার্থী অমূল্য মাইতির বাড়িতে হামলা চালানো হয়। অমূল্যর বাড়ির দরজা-জানালার কাচ ভেঙে দেওয়া হয়। বেদম মারধর করা হয় তাঁকে। অমূল্যর অভিযোগ, তাঁর ছোট ছেলে আঁকা শিখে এসে বাড়িতে ভাত খাচ্ছিল। গণ্ডগোলের সময় ভয়ে ভাত ফেলে পালিয়ে যায়। বিজেপি দুষ্কৃতীরা সেই খাওয়ার থালা লাথি মেরে ফেলে দেয়। তাঁকেও মারধর করে। অমূল্যর দাবি, এভাবে আমাদের রোখা যাবে না। যতদিন জীবন থাকবে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দল করব। খবর পেয়ে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী অমূল্যর বাড়িতে তদন্তে আসে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি শুরু হয়েছে।

Latest article