পঞ্চায়েতে ভাল ফলের পর হুগলিতে জেলা তৃণমূল নেতৃত্ব চান, উন্নয়নের লক্ষ্যে শক্তিশালী বোর্ড গঠন

ছটি পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু। এবার দলের কাছে চ্যালেঞ্জ, জয়ীদের মধ্যে থেকে সঠিক প্রার্থী নির্বাচন করে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান করা

Must read

সংবাদদাতা, হুগলি : শান্তিতে মিটেছে বাংলায় পঞ্চায়েত ভোট। তারপরেই তৃণমূলের একুশের শহিদ সমাবেশও ব্যাপক সফল হয়েছে। এবার দলের পাখির চোখ পঞ্চায়েতে বোর্ডগঠন। হুগলি জেলায় ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে দল। জেলার বেশিরভাগ পঞ্চায়েতে জয় পেয়েছে তৃণমূল। হাতেগোনা কয়েকটিতে জয়ী বিরোধীরা। ছটি পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু। এবার দলের কাছে চ্যালেঞ্জ, জয়ীদের মধ্যে থেকে সঠিক প্রার্থী নির্বাচন করে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান করা।

আরও পড়ুন-দিঘার সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংস্কারে উদ্যোগ শুরু করল উন্নয়ন পর্ষদ

এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘জেলায় তৃণমূল পঞ্চায়েত ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে। গ্রামসভা, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তৃণমূল প্রার্থীরা মানুষের আশীর্বাদে জয়ী হয়েছেন। এবারের পঞ্চায়েত ভোটে জয়ী আসলে মুখ্যমন্ত্রীর উন্নয়ন। এবার লক্ষ্য জেতা পঞ্চায়েতগুলোতে সঠিক মানুষ বাছাই করে প্রধান ও উপপ্রধান করে মানুষের জন্য আরও বেশি উন্নয়নের কাজ করা। নবীন-প্রবীণ মিলিয়েই যোগ্যদের জায়গা দেওয়া হবে। এই বিষয়ে উচ্চ নেতৃত্ব আলোচনা করবেন আর পঞ্চায়েত চালানোর জন্য সঠিক মানুষকে বেছে নেবেন। যাতে আগামী দিনে আরও ভালভাবে পঞ্চায়েত চালিয়ে মানুষের জন্য আরও ভাল কাজ করা যায়।’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেট্রো প্রকল্প আরও একধাপ এগোল

তিনি বলেন, ‘যে পঞ্চায়েতগুলোয় বিরোধীরা জয় পেয়েছে সেগুলোতে তৃণমূল বিরোধী আসনে থাকবে আর মানুষের জন্য যা ভাল সেই কাজ করবে।’ জেলার ৬ ত্রিশঙ্কু পঞ্চায়েত নিয়ে তাঁর বক্তব্য, ‘এগুলোয় বিরোধীদের থেকে তৃণমূল বেশি আসন পেয়েছে। এবার দেখার তৃণমূলকে আটকাতে কোথায় কী রামধনু জোট হচ্ছে। এই পঞ্চায়েতগুলোর দিকে নজর থাকবে যে সিপিএম-বিজেপি-কংগ্রেস রামধনু জোট করে কিনা। তাহলে সেটাও প্রকাশ্যে আসবে।’ কিন্তু এগুলোয় তৃণমূল বেশি আসন পাওয়ায় তাঁর আশা, সব পঞ্চায়েতে তৃণমূলই বোর্ড গঠন করবে। পঞ্চায়েত ভোট, শহিদ সমাবেশ ব্যাপকভাবে সফল হওয়ার পর এবার জেলা তৃণমূলের পাখির চোখ পঞ্চায়েতে বোর্ডগঠন।

Latest article