জাতীয়

জনস্বার্থেই গঠনমূলক আলোচনায় জোর তৃণমূলের

নবনীতা মণ্ডল নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনের প্রথমদিনেই সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরে বৈঠকে বসেন বিরোধী নেতৃত্ব। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, এবারের অধিবেশনে কোনও বিশৃঙ্খলা নয়, সংসদে গঠনমূলক আলোচনা, বিতর্কে অংশ নেবে বিরোধী শিবির। তৃণমূলের তরফেই এই প্রস্তাব দিয়ে বলা হয়, এবারের অধিবেশনে যদি কোনও ইস্যুতে বিক্ষোভ দেখাতেই হবে হয় তাহলে তা হবে স্বল্প সময়ের জন্য প্রতীকী প্রতিবাদ। এরপর জনস্বার্থে ফের আলোচনায় যোগ দেবেন তাঁদের সাংসদরা।

আরও পড়ুন-আরবিআই থেকে উধাও ৮০০ কোটি, শহরে তল্লাশি

সোমবার সকালে বিরোধী জোটের কৌশল বৈঠকে যোগ দেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। তাঁদের তরফে বৈঠকে জানানো হয়, কোনও একটি নির্দিষ্ট ইস্যুতে দৈনিক বিক্ষোভ করে সপ্তদশ লোকসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন ভেস্তে দেওয়া যাবে না। ইন্ডিয়া জোটের যুক্তি, এই অধিবেশনই দেশের বিভিন্ন ইস্যুতে সরকারকে চেপে ধরার শেষ সুযোগ। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিন দৈনিক দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত অর্থাৎ এই চারঘণ্টা সময়কে কাজে লাগাতে চায় ইন্ডিয়া শিবির। শুক্রবার যেহেতু প্রাইভেট মেম্বার বিল রয়েছে, সেই কারণে বৃহস্পতিবার পর্যন্ত সময়কে কাজে লাগানো হবে। ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়, দৈনিক একটি করে ইস্যুতে আন্দোলন করা হবে। জিরো আওয়ার থেকে শুরু করে প্রশ্নোত্তর পর্ব, প্রতিটি পর্বেই রাজ্যের ইস্যু তুলে ধরবে তৃণমূল। এদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়া এবং তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কেন কার্যবিবরণী তালিকায় দিয়েও শেষ পর্যন্ত বিষয়টি আনা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তাঁর পাশে থাকার জন্য সমস্ত বিরোধী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহুয়া মৈত্র। তাঁর বিষয়টি নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধভাবে ওয়াকআউট করে গান্ধীমূর্তির সামনে অবস্থান সত্যাগ্রহ করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

আরও পড়ুন-কর্ণাটকের গুদামে শস্যের বস্তার নিচে আটকে ১০ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

এদিন লোকসভা ও রাজ্যসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে আলোচনার জন্য জোটের তরফে ১৬ ঘণ্টা সময় চাওয়া হলেও সরকারের তরফে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়। নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে আলোচনার জন্য ৬ ঘণ্টা সময় মঞ্জুর হয়েছে, অতিরিক্ত বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার জন্য ৬ ঘণ্টা এবং তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় মঞ্জুর করেছে কমিটি। বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে ইন্ডিয়ার তরফে প্রতি সপ্তাহে একটি করে বিষয়ে স্বল্প সময়ের আলোচনার প্রস্তাব দেওয়া হয়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago