মুখে কালো কাপড় বেঁধে সংসদের দুই কক্ষেই অভিনব প্রতিবাদ তৃণমূলের

লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে ওয়েলে নেমে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদরা

Must read

নয়াদিল্লি : সংসদে বিজেপি সাংসদরা পরিকল্পিতভাবে দৈনিক হট্টগোল করে অধিবেশন ভণ্ডুল করে দিচ্ছেন। ফলে সংসদে সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা তুলে ধরতে পারছেন না বিরোধী সাংসদরা। গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার। বিরোধী সাংসদরা যাতে বলতে না পারেন সেজন্য বেনজিরভাবে মাইক বন্ধ করার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে সংসদের দুই কক্ষে বৃহস্পতিবার অভিনব প্রতিবাদের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। এদিন মুখে কালো কাপড় বেঁধে ট্রেজারি বেঞ্চের দিকে অভিযোগের আঙুল তোলেন তৃণমূল কংগ্রেস সদস্যরা। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান সভায় আসার আগে এই প্রতিবাদ শুরু করেন তৃণমূল সাংসদরা।

আরও পড়ুন-নবান্নে অর্থ দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী

লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে ওয়েলে নেমে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদরা। ট্রেজারি বেঞ্চের দিকে আঙুল তুলে বলা হয়, ‘বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক।’ সভা বানচালের চেষ্টায় হইচই শুরু করেন বিজেপি সাংসদরা। এর ফলে বৃহস্পতিবার সকাল ১১টায় সভা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অধিবেশন মুলতুবি হয়ে যায়। দুপুর ২টোয় ফের সভা শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যে দিনের মতো স্থগিত হয়ে যায়। এই কায়দায় গত চারদিনে একজন বিরোধী নেতাকেও সংসদে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সব বিরোধী দলই।

Latest article