চাঁপদানিতে বিনা বিরোধিতায়, প্রধান হলেন তৃণমূলের সুরেশ

চাঁপদানির ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১১টি, নির্দলরা ১০টি আসনে জয়লাভ করেন, একটি ওয়ার্ডে জয়ী হন কংগ্রেস প্রার্থী।

Must read

সুমন করাতি, চুঁচুড়া : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও চাঁপদানিতে বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার চাঁপদানিতে পুরপ্রধান হিসাবে সুরেশ মিশ্রের শপথ নেওয়ার পর সেই সম্ভাবনাই স্পষ্ট হয়ে গেল। চাঁপদানির ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১১টি, নির্দলরা ১০টি আসনে জয়লাভ করেন, একটি ওয়ার্ডে জয়ী হন কংগ্রেস প্রার্থী। ভোটের ফলের দিনই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব স্পষ্ট জানান, চাঁপদানিতে বোর্ড হবে তৃণমূল কংগ্রেসেরই। পুরপ্রধানের নাম ঘোষণার সময় প্রাক্তন পুরপ্রধান সুরেশ মিশ্রের নামই প্রস্তাব করা হয়। বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে কোনও বিরোধিতা না আসায় চেয়ারম্যান হিসাবে তিনিই চূড়ান্ত হন। নিয়মানুযায়ী জয়ী বৃহৎ দল হিসাবে নাম প্রস্তাব করেছিল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-সাত নম্বর জার্সির রহস্য ফাঁস ধোনির

এদিন চাঁপদানি ছাড়াও উত্তরপাড়া পুরসভার জয়ী কাউন্সিলররা শপথ নেন। চেয়ারম্যান হলেন দিলীপ যাদব। সেখানে ২৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি, সিপিএম ৩ এবং নির্দল একটি এবং একটি আসনে কংগ্রেস জয়ী হয়।
হুগলির রিষড়া পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ২টিতে, কংগ্রেস ১টিতে এবং নির্দল একটি আসনে জয়ী হয়। সেখানেও আজ প্রাক্তন পুরপ্রধান বিজয়সাগর মিশ্র চেয়ারম্যান হিসাবে শপথ নেন।
হুগলি-চুঁচুড়া পুরসভা ৩০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি। একটি মাত্র আসনে সিপিএম আসনে জয়ী হয়। সেখানে অমিত রায় পুরপ্রধান ও বাকি কাউন্সিলররা শপথ নেন। চারজন চেয়ারম্যান ইন-কাউন্সিলের দফতরও এদিন বণ্টন করা হয়।

Latest article