বাংলা শুধু পূর্ব ভারতের নয়, পার্শ্ববর্তী দেশগুলোরও গেটওয়ে। বিশ্ববঙ্গ সম্মেলনে মঞ্চে বক্তব্য রাখতে উঠে টিভিএস গ্রুপের চেয়ারম্যান আর দীনেশ (R Dinesh) বলেন, বাংলার পরিকাঠামো ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে। তিনি আরও জানান, টিভিএস (R Dinesh) গ্রুপ বাংলায় একাধিক কাজ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি এদিন দেশ ও বিদেশের শিল্পপতিদের সামনে বলেন, বর্তমানে বাংলায় যা কর্মসংস্থান হচ্ছে, তার তিনগুণ কর্মসংস্থান হবে বাংলায়। আগামী ৩ বছরেই তার প্রতিফলন দেখা যাবে। বাংলায় বিনিয়োগের পাশাপাশি শিল্প ও কর্মসংস্থানের জোয়ার নামবে। বাংলায় শিল্পের পরিবেশ তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কোনও প্রতিকূলতাই আর আটকে রাখতে পারবে না বাংলার সম্ভাবনাকে।
আরও পড়ুন- পর্যটনে বিপুল সম্ভাবনা, শিল্পপতিদের বার্তা হর্ষ নেওটিয়ার