তাজপুরে ফের সকলে পারবে টেন্ডারে অংশ নিতে : মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : তাজপুরে আবার সকলে টেন্ডারে অংশ নিতে পারবে। বিজিবিএসের মঞ্চ থেকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM mamata banerjee)। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত প্রথম গভীর সমুদ্রবন্দর তাজপুর। মুখ্যমন্ত্রী (CM mamata banerjee) জানান, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাপনা ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে। ফলে সেখানে সকলেই টেন্ডারে নিতে পারবে। সমুদ্রবন্দর তৈরিতে ২৫ হাজার কোটি টাকা লগ্নির সম্ভাবনা রয়েছে। নিশ্চিতভাবে এই বিশাল অঙ্কের লগ্নি পূর্ব ভারতের মানচিত্রটাকেই বদলে দেবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- পর্যটনে বিপুল সম্ভাবনা, শিল্পপতিদের বার্তা হর্ষ নেওটিয়ার

Latest article