কন্যাশ্রী কাপ শুরু আজ

Must read

প্রতিবেদন : বুধবার কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপ (Kanyasree Cup 2023) প্রতিযোগিতা শুরু হচ্ছে। ইস্টবেঙ্গল মাঠে দুপুর ১২টায় কন্যাশ্রী কাপের উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। ম্যাচটি ময়দানে ইস্টবেঙ্গল মাঠেই অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের সহায়তায় কলকাতা মহিলা ফুটবল লিগ গত কয়েক বছর ধরে কন্যাশ্রী কাপ (Kanyasree Cup 2023) নামে আয়োজন করছে আইএফএ। প্রতিযোগিতা ঘিরে মহিলা ফুটবলারদের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
কন্যাশ্রী কাপের উদ্বোধনে ক্রীড়ামন্ত্রী ছাড়াও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বনির্ভর গোষ্ঠী এবং বন ও পরিবেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা, খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, সাংসদ মালা রায় উপস্থিত থাকতে পারেন। এছাড়াও উপস্থিত থাকতে পারেন দোলা বন্দ্যোপাধ্যায়, ঝুলন গোস্বামী, পৌলমী ঘটকের মতো একঝাঁক মহিলা ক্রীড়াবিদরা।

আরও পড়ুন-তিন গোলে হার ভারতের

Latest article