ত্রিপুরায় ধাক্কা, পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান

Must read

প্রতিবেদন :  অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রাখবেন। তার আগেই ধাক্কা খেলো গেরুয়া শিবির।  রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান। সাংসদ সুস্মিতা দেব ও কুণাল ঘোষের হাত ধরে ঘাসফুলের পতাকা তুলে নিলেন তাঁরা।

আরও পড়ুন :.মুম্বই থেকে বলিউডকে উত্তরপ্রদেশে সরিয়ে নিতেই মাদকের গল্প তৈরি করেছে বিজেপি, অভিযোগ নবাবের

শুক্রবার সন্ধ্যায় বনমালী পুরের বাসিন্দা তথা বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের ভাই তপন দত্ত ও তাঁর ছেলে সায়ন্তন দত্ত ১৫০ পরিবার নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এর ফলে বনমালীপুরে তৃণমূলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল।রাজ্যে বিপ্লব দেব সরকারের অপশাসনের বিরুদ্ধে এবং পাশের রাজ্য পশ্চিমবঙ্গের তৃণমূলের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তাদের জোড়াপুল শিবিরে যোগদান বলেই জানান তপন দত্ত। আগামী দিনে রামনগর ও বনমালীপুর সহ বিভিন্ন এলাকার আরও অনেক বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দেবেন বলেই দাবি তপন দত্তের।

Latest article