ত্রিপুরা উপনির্বাচন: আগরতলায় দুয়ারে সায়নী, সুরমার সভায় বাজিমাত সায়ন্তিকার

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একঝাঁক তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা প্রায় প্রত্যেকেই পালা পালা করে প্রচার করছেন

Must read

ত্রিপুরার সাধারণ মানুষ যতই বিমুখ হচ্ছে, ততই অগণতান্ত্রিক কৌশল নিয়ে নখ-দাঁত বের করছে বিজেপি। তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়ে সভায় পাথর ছোঁড়া থেকে এজেন্সি ব্যবহার কোনও ছলচাতুরি বাদ রাখেনি গেরুয়া শিবির। তবু দমানো যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। যেখানে বিরোধী বাম-কংগ্রেসকে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী বিকল্প শক্তি হিসেবে উঠে আসা তৃণমূল কংগ্রেস ত্রিপুরা উপনির্বাচনের প্রচারে দাপিয়ে বেড়াচ্ছে। চার কেন্দ্রের প্রার্থীরা মানুষের বাড়ি গিয়ে জনসংযোগ তো অনেক আগেই শুরু করেছে। এছাড়াও প্রতিদিন একের পর এক পথসভা করছে তৃণমূল। মঙ্গলবার টাউন বড়দোয়ালি এবং আগরতলা কেন্দ্রে ঐতিহাসিক রোড-শো করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই উপনির্বাচনের প্রচারে অভিষেকের আগমন বাড়তি অক্সিজেন জুগিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের। ফের ২০জুন সুরমা এবং যুবরাজ নগরে প্রচারে ঝড় তুলতে ত্রিপুরা যাবেন অভিষেক।

এদিকে ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একঝাঁক তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা প্রায় প্রত্যেকেই পালা পালা করে প্রচার করছেন। ত্রিপুরার দায়িত্বে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা মাটি কামড়ে পড়ে আছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও নিয়মিত প্রচারে যাচ্ছেন। সেই সঙ্গে যুবনেত্রী সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা জোরকদমে প্রচার চালাচ্ছেন। বুধবার সকালে আগরতলা কেন্দ্রের প্রার্থী পান্না দেবকে সঙ্গে নিয়ে জনসংযোগ করলেন সায়নী। মানুষের বাড়ি বাড়ি গিয়ে হোক কিংবা পথচলতি মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করে কেন ত্রিপুরায় তৃণমূলকে প্রয়োজন, তা বোঝানোর চেষ্টা করেন সায়নী। তাঁকে সামনে পেয়ে বেশ কিছু উৎসুক মানুষ সেলফি তোলার আবদার করেন।

অন্যদিকে, ২০ তারিখ অভিষেক ফের একবার ত্রিপুরার মাটিতে পা রাখার আগে আজ, বুধবার সুরমা কেন্দ্রে পথসভা দলীয় প্রার্থী অর্জুন নমঃশূদ্রের সমর্থনে একটি সভা করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকার বক্তব্য শুনতে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। এই একই সভায় বক্তব্য রাখেন সায়নী ঘোষও। আগামিকাল বৃহস্পতিবারও উপনির্বাচন উপলক্ষ্যে তাঁদের একাধিক কর্মসূচি রয়েছে। সবমিলিয়ে উপনির্বাচনের আগে দ্বিতীয় দফায় অভিষেক ত্রিপুরা যাওয়ার আগে জমজমাট তৃণমূলের প্রচার।

 

Latest article