আগরতলা: ত্রিপুরার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি এখনো পর্যন্ত না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার এই মামলার শুনানিতে মামলাকারীর তরফে গোটা বিষয়টি শোনার পর আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানির তারিখ দিল বিচারক অরিন্দম লোধের এজলাস। পাশাপাশি এই মিছিল প্রসঙ্গে ত্রিপুরা সরকারকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপির রেল ধর্মঘটের কারণ দেখিয়ে গত ১৫ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। এরপর ফের ১৬ তারিখ পদযাত্রার আবেদন জানানো হলে প্রশাসনের তরফে পদযাত্রার অনুমতি মেলেনি। বরং জানানো হয় ১৭ তারিখ বিশ্বকর্মা পুজো তাই ১৬ তারিখ প্রশাসনিক তৎপরতা বজায় থাকবে। এই পরিস্থিতিতে অনুমতি দেওয়া যাবে না। এপর তৃতীয় দিন ঠিক হয়েছিল ২২ সেপ্টেম্বর। যদিও সেই পদযাত্রা নিয়ে পুলিশের তরফ থেকে এখনও কোনো প্রত্যুত্তর মেলেনি। এই অবস্থায় ত্রিপুরা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিনের শুনানিতে মামলাকারীর তরফ থেকে গোটা বিষয়টি শোনার পর আগামীকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরা সরকারকে এ বিষয়ে তাদের অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।