Tripura: এবার অভিষেক, ব্রাত্য সহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ভয় পেয়েছে বিজেপি’ বললেন কুণাল

Must read

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুবল ভৌমিক, প্রকাশের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করা হয়। মামলাটি করেছেন খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা। এর পাল্টা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ভয় পেয়েছে বিজেপি।

আরও পড়ুন: ত্রিপুরায় ধৃত তৃণমূল কর্মীদের জেল হেফাজত, মনোবল বাড়াতে আগরতলায় মলয় ঘটক

এদিন প্রথম ট্যুইটে কুণাল লেখেন,’ Tripura: অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে IPC 186/34 ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ।
ভয় পেয়েছে বিজেপি।”

দ্বিতীয় টুইট করে রাজ্য সাধারণ সম্পাদক জানিয়েছেন, “Tripura case: @abhishekaitc এবং আমরা কোর্ট যেতে বাধা দিইনি।
1) ধৃতদের section জানতে চেয়েছি।
2) এসকর্ট দিয়ে ফাঁসানোর অভিযোগ করছি।
3) আইনজীবী আসা পর্যন্ত সময় চেয়েছি।
4) bjp থানা ঘিরেছিল।
4) আমরাই ওদের নিয়ে কোর্টে বেরিয়েছি।
5) কোর্টে সেদিন পুলিশ কোনো এরকম অভিযোগ করেনি।”

আরও পড়ুন: গ্রামাঞ্চলের পরিযায়ী শ্রমিকদের উন্নয়নে কেন্দ্র কী পদক্ষেপ করেছে জানতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এরপর কুণাল লেখেন,”আমরা আসল হামলাকারীদের গ্রেপ্তার চেয়েছি। তাদের ছবিও অনেকের কাছে রয়েছে। তার বদলে আক্রান্তরা গ্রেপ্তার। প্রতিবাদীরা গ্রেপ্তার। আইন মেনে ছাড়াতে যাওয়ারা গ্রেপ্তার। ভয় পেয়েছে বিজেপি।”

Latest article