দেশের ১০০টি শহরকে স্মার্টসিটিতে রূপান্তরিত করার কাজ হাতে নিয়েছিল ভারত সরকার। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পুরনিগম এলাকাটিও স্মার্টসিটি করা হয়। জনসাধারণের সুবিধার জন্য প্রকল্প রূপায়নের জন্য কয়েক হাজার কোটি ধার্য করা হয়েছিল। কিন্তু সমস্যা হল বাম গিয়ে রাম এলেও এখনো সামান্য বৃষ্টিতে আগরতলাবাসীর জল কাদার সমস্যার কোন পরিবর্তন হয় নি।
আরও পড়ুন-‘দলের ঊর্ধ্বে কেউ নয়, সবাইকে নিয়ে চলতে হবে’ কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
অন্যান্য বারের মত বুধবার দুপুরের এক পশলা বৃষ্টিতে স্মার্ট আগরতলার বানভাসি অবস্থা। বেশ কিছু এলাকা এখনো জলমগ্ন। বৃষ্টিতে আর এম এস এলাকায় বেশ কিছু রাস্তা, দোকানপাট জলে তলিয়ে যায়। রাস্তায় চলাফেরা করতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন-আবারও বাড়ল গ্যাসের দাম, নাভিশ্বাস আমজনতার
এই নিয়ে সরব ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। টুইট বার্তায় লেখা হয়েছে, ‘উন্নয়নের জোয়ারে ভাসছে ১০০ কোটির স্মার্টসিটি ! কয়েক মিনিটের বৃষ্টিতে জলের তলায় আগরতলা। ক্ষমতায় আসার পর থেকেই BJP Tripura -এর সমস্ত আশ্বাস জুমলায় পরিণত হয়েছে। নরক সমান জীবন থেকে মুক্তি পেতে মরিয়া আজ ত্রিপুরার মানুষ।’