প্রতিবেদন : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বাড়তেই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছেই। বুধবারও সেই ধারা অব্যাহত রেখে প্রায় ১১৪ জন যোগ দিলেন তৃণমূলে। এদিন আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে বিজেপি কংগ্রেস সিপিএম ছেড়ে নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।
আরও পড়ুন : পুলিশ দিবসে বাহিনীকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
একমাসেরও বেশি সময় ধরে প্রায় প্রত্যেক দিনই এই যোগদান পর্ব চলছে। ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের হাত ধরে বুধবার তাঁর বাসভবনের অস্থায়ী দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। এদিকে আজই শিলচর থেকে ত্রিপুরায় যাচ্ছেন সুস্মিতা দেব। থাকছেন ব্রাত্য বসুও। ত্রিপুরায় টানা কর্মসূচি রয়েছে। তার আগে সাতসকালেই এই যোগদান বাড়তি মাত্রা যোগ করল। একদিকে ত্রিপুরা বিজেপির অন্দরে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। তারওপর প্রত্যেকদিন বাড়ছে তৃণমূলের সাংগঠনিক শক্তি। এসবের জেরে ত্রিপুরায় দিশেহারা বিজেপি।