কষ্টার্জিত জয়ে দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

Must read

নিউ ইয়র্ক, ১ সেপ্টেম্বর : প্রত্যাশা মতোই ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ। তবে বিশ্বের এক নম্বর টেনিস তারকার জয় খুব একটা সহজ হয়নি। বরং জকোভিচকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী ডেনমার্কের হোলগার রুন। ১৮ বছর বয়সি রুন একটি সেট ছিনিয়ে নিলেও, শেষ পর্যন্ত ৬-১, ৬-৭ (৫-৭), ৬-২, ৬-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন জোকার। চার সেটের লড়াই গড়িয়েছিল দু’ঘণ্টা ১৫ মিনিট।

আরও প্রতিবেদন : বার্সেলোনা ছেড়ে মাদ্রিদে গ্রিজম্যান

৩৪ বছরের জকোভিচের সামনে একঝাঁক রেকর্ডের হাতছানি। ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেই তিনি পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম (২১টি) খেতাব জয়ের নজির গড়বেন। পাশাপাশি একই মরশুমে চার-চারটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের সুবাদে ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতার কৃতিত্ব অর্জন করবেন। প্রসঙ্গত, পুরুষদের টেনিসে ক্যালেন্ডার স্ল্যাম জয়ের নজির রয়েছে একমাত্র কিংবদন্তি রড লেভারের। তিনি ১৯৬২ এবং ১৯৬৯ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। মেয়েদের টেনিসে এই নজির রয়েছে প্রাক্তন গ্রেট স্টেফি গ্রাফের। তিনি ১৯৮৮ সালে ক্যালেন্ডার স্ল্যাম জিতেছিলেন।

Latest article