বার্সেলোনা ছেড়ে মাদ্রিদে গ্রিজম্যান

Must read

মাদ্রিদ, ১ সেপ্টেম্বর : দলবদলের শেষ দিনে বড় চমক দিলেন আতোঁয়া গ্রিজম্যান। বার্সেলোনা ছেড়ে লোনে পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরলেন ফরাসি তারকা! আপাতত এক বছরের জন্য গ্রিজম্যানকে লোনে ছেড়েছে বার্সা। তবে উভয় পক্ষ এক মত হলে, এই লোনের মেয়াদ আরও এক বছর বাড়তে পারে।

আরও পড়ুন-সোমবার রাতেই আফগানিস্তান থেকে ফিরে গেল আমেরিকার সব সেনা

প্রসঙ্গত, ২০১৪-১৫ মরশুমে অ্যাটলেটিকোতে যোগ দিয়েছিলেন গ্রিজম্যান। এই ক্লাবের জার্সি গায়ে তিনি দারুণ সফল। অ্যাটলেটিকোর হয়ে ২৫৭ ম্যাচে ১৩৩টি গোল করেছিলেন ২৯ বছর বয়সি ফরাসি তারকা। পাশাপাশি একটি স্প্যানিশ সুপার কাপ, একটি ইউরোপা লিগ এবং একটি উয়েফা সুপার কাপ জিতেছেন। তবে ২০১৯ সালে তিনি অ্যাটলেটিকো ছেড়ে বার্সেলোনাতে যোগ দেন।

কিন্তু গত দু’মরশুমে নতুন ক্লাবের জার্সিতে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি গ্রিজম্যান। বার্সেলোনার হয়ে ১০২ ম্যাচে ৩৫টি গোল করলেও, তাতে সন্তুষ্ট ছিলেন না বার্সা ভক্তরা।

Latest article