পুলিশ দিবসে বাহিনীকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

Must read

পুলিশ দিবসে তাদের অক্লান্ত দায়িত্ব পালনের জন্য বাহিনীকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে এদিন পুলিশ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ বাহিনীর সকল সদস্য এবং তার পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান মমতা।

নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লেখেন,
“প্রতিবছর, আমরা আমাদের পুলিশ বাহিনীর অনুকরণীয় কাজের প্রতি সম্মান জানাতে পশ্চিমবঙ্গে পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করি। দিবস উপলক্ষ্যে, ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে সড়ক নিরাপত্তা সপ্তাহের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তায় নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন আরো কঠোরভাবে প্রয়োগ করা।
সব জীবনই মূল্যবান। আমি সকলকে সব সময় সব ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানাচ্ছি। নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখুন। নিরাপদ থাকুন।”

রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাকালে সামাজিক দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেনপুলিশকর্মী-আধিকারিকরা। লকডাউনে জনসচেতনতা প্রচার করেছেন , আক্রান্ত ব্যক্তির বাড়ির দরজায় পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় সামগ্রী-ওষুধ। তাঁদের এই কর্তব্যনিষ্ঠার বরাবর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।

 

Latest article