তফশিলি জাতির সার্বিক উন্নয়নের জন্য ১৫ দফা দাবিতে উত্তাল হল ত্রিপুরা। বুধবার ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের (Tripura Trinamool Congress) এস সি সেলের উদ্যোগে ত্রিপুরার ২৩ টি জেলার মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন দেওয়া হল। এদিন ২৩ টি জেলাতেই তৃণমূল কংগ্রেস নেতা- কর্মীরা মিছিল করে মহকুমা শাসকের দফতরে গণ ডেপুটেশন দেন। এদিন আগরতলায় ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের এস সি সেলের নেতা প্রকাশ দাস ও দলের স্টিয়ারিং কমিটির নেতা সুবল ভৌমিকের নেতৃত্বে মিছিল হয়।
আরও পড়ুন: ছাত্র-মৃত্যুতে গ্রেফতার ২ পুলিশ-কর্মী, বিক্ষোভের জেরে দুর্ভোগে সাধারণ মানুষ: মুখ্যমন্ত্রী
সুবল ভৌমিক জানান, ত্রিপুরায় জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তফশিলি জাতি৷ কিন্তু তাদের উন্নয়নের জন্য বিজেপি সরকার কিছুই করেনি। তাই তফশিলি জাতির ছেলেমেয়েদের চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার, পড়াশোনার সুযোগ সুবিধা, ছাত্র- ছাত্রীদের হস্টেলের সুযোগ সুবিধা, তফশিলি জাতির সার্বিক আর্থিক উন্নতি, স্বাস্থ্য পরিষেবা, উচ্চশিক্ষার সুযোগ সহ ১৫ দফা দাবি পেশ করা হয়।
জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তফশিলি জাতিভুক্ত হলেও ত্রিপুরার বিজেপি সরকারের উদাসীনতার ফলে ধুঁকছেন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। এই পরিস্থিতির বদল চেয়েই এদিনের আন্দোলনের শুরুয়াত হল। এতেও সরকারের হুঁশ না ফিরলে আগামী দিন ত্রিপুরার বুকে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস (Tripura Trinamool Congress), জানিয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।