আগরতলা : আগামী ২৩ জুন ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আগরতলা, বরদলুই, সুরমা ও যুবরাজনগর এই চার কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় ফিরছে ভোটের উত্তাপ। তৃণমূল কংগ্রেস এই চার কেন্দ্রেই প্রার্থী দেবে। আগামী ৩০ মে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশের পর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে তৃণমূল।
আরও পড়ুন-সস্ত্রীক আমলা পোষ্য নিয়ে ঘুরবেন, তাই স্টেডিয়ামে অনুশীলন বন্ধ!
ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক বৃহস্পতিবার জানান, দল চারটি কেন্দ্রে শুধু প্রার্থী দেবে তাই নয়, জেতার জন্য পুরোদস্তুর ঝাঁপানো হবে। এজন্য প্রস্তুতিও চলছে জোরকদমে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে ইতিমধ্যেই প্রার্থীদের নাম সুপারিশ করে পাঠানো হয়েছে, শীর্ষ নেতৃত্বের সবুজসংকেত পেলে ৩০ মের পর নাম ঘোষণা করবে দল। এদিকে চার কেন্দ্রের মধ্যে বরদলুই থেকে লড়বেন সদ্য মুখ্যমন্ত্রী পদে বসা মানিক সাহা।
আরও পড়ুন-যৌনব্যবসাকে পেশার স্বীকৃতি, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
পরিস্থিতি অনুকূল নয় বুঝে সময়ের আগেই বিপ্লব দেবকে সরিয়ে দিয়ে রাজ্যসভার সাংসদকে কুর্সিতে বসিয়েছে বিজেপি। তারপরেও স্বস্তিতে নেই গেরুয়া শিবির। ২০২৩-এ ত্রিপুরায় বিধানসভার নির্বাচন। তার আগে আগামী ২৩ জুন চার কেন্দ্রের উপনির্বাচনকে একরকম মহড়া হিসেবেই দেখা হচ্ছে। ২৬ জুন নির্বাচনের ফল প্রকাশ হবে।