প্রতিবেদন : উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরায় ভোট হবে ১৬ ফেব্রুয়ারি, মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি বিধানসভা ভোট। তিন রাজ্যের ফলাফল জানা যাবে ২ মার্চ। উত্তর-পূর্বের তিনটি রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৬২.৮ লক্ষ। মহিলা ভোটার ৩১ লক্ষ ৪৭ হাজার। তিন রাজ্যে প্রথমবার ভোট দেবেন ১.৭৬ লক্ষ নবীন ভোটার। অশীতিপর ভোটারের সংখ্যা ৯৭ হাজার। বিধানসভা নির্বাচনের পাশাপাশি কয়েকটি রাজ্যে উপনির্বাচন হবে। এর মধ্যে ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এছাড়া উপনির্বাচন হবে লাক্ষাদ্বীপের একটি লোকসভা আসনে এবং অরুণাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের একটি করে বিধানসভা আসনে।
আরও পড়ুন-কৃষির উন্নয়নে বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি
২০১৮ সালে মেঘালয় বিধানসভার ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩৬১ জন প্রার্থী। সেই ভোটে কংগ্রেস ২১টি আসন নিয়ে একক বৃহত্তম দল হয়েছিল। অন্যদিকে ১৯টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকা এনপিপি সরকার গঠন করে বিজেপি ও অন্যান্য কয়েকটি দলের সমর্থন নিয়ে। এবার মেঘালয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়া তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জোটকে জোরদার টক্কর দেবে। ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৬টি আসনে জিতে ক্ষমতা দখল করে। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম পায় ১৬টি আসন। অন্যদিকে আইপিএফটি ৮টি আসনে জেতে। নাগাল্যান্ডে ২০১৮ সালের নির্বাচনে এনপিএফ ২৬টি আসন পেয়েছিল। অন্যদিকে এনডিপিপি ১৮, বিজেপি ১২ ও এনপিপি ২টি আসনে জেতে। এখানে বিজেপির সহায়তায় এনডিপিপি সরকার গঠন করে।