বাইডেনকে রক্তস্নানের হুঁশিয়ারি ট্রাম্পের

গরম গরম কথা বলে সমর্থকদের তাতানোর কৌশলে ফের স্বমহিমায় ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভোটে তাঁকেই নির্বাচিত করতে হবে।

Must read

প্রতিবেদন : গরম গরম কথা বলে সমর্থকদের তাতানোর কৌশলে ফের স্বমহিমায় ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভোটে তাঁকেই নির্বাচিত করতে হবে। এর অন্যথা হলে রক্তস্নাত হবে আমেরিকা। এমন ভয়ঙ্কর হুমকি দিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসেই প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন।

আরও পড়ুন-তৈরি অঞ্চলভিত্তিক নির্বাচন কমিটি জোরকদমে প্রচারে ব্যস্ত তৃণমূল

আর তা নিয়ে ইতিমধ্যে বিশ্ব রাজনীতি উত্তাল। সময় যত এগিয়ে আসছে, একের পর এক নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ট্রাম্প। পাশাপাশি লড়াইয়ে নামার সবরকম প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনও। শনিবার ওহিওতে এক জনসভায় উপস্থিত হয়ে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এদিনের সভায় তিনি সাফ জানান, আগামী ৫ নভেম্বর তারিখটা হতে চলেছে মার্কিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ট্রাম্পের দাবি, তিনি ফের হোয়াইট হাউসে ফিরলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে।

আরও পড়ুন-ফের বাইডেনের দেশে মৃত্যু ভারতীয় পড়ুয়ার, জঙ্গলের ভিতর থেকে উদ্ধার দেহ

এছাড়াও এদিন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে মন্তব্য করে ‘অভিবাসন নীতি’ নিয়ে একহাত নেন ট্রাম্প। বলেন, লক্ষাধিক পরিযায়ী শ্রমিকদের ওয়ার্ক পারমিট দিয়ে বাইডেন বারবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরি মেরেছেন। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি, তিনি যদি নির্বাচিত না হন তা হলে ‘রক্তস্নাত’ হবে আমেরিকা। ট্রাম্পের আরও দাবি, চিন ও মেক্সিকো গাড়ি তৈরি করে তা মার্কিনিদের কাছেই বিক্রি করার পরিকল্পনা করছে।

Latest article