প্রতিবেদন : সুইডেনের প্রতি দীর্ঘদিনের আপত্তি তুলে নিল তুরস্ক। স্ক্যানডিনেভিয়ান এই দেশটি যাতে ন্যাটোর সদস্যপদ পায় তার জন্য সবুজ সংকেত দিয়েছে তুরস্ক। এর্দোগান সরকারের এই সিদ্ধান্তে ন্যাটোয় যোগ দিতে আর কোনও বাধা রইল না সুইডেনের। জানা গিয়েছে, সোমবার দীর্ঘ বৈঠকের পর সুইডেনের বিরুদ্ধে থাকা আপত্তি তুলে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান।
আরও পড়ুন-অভিন্ন দেওয়ানি বিধির কড়া বিরোধিতায় তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, ন্যাটোয় নতুন কোনও সদস্যের যোগদানের ক্ষেত্রে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে তুরস্কের। ২০২২ সালের জুন মাসের শেষে ন্যাটোর সম্মেলনে জানানো হয়েছিল ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোয় যোগ দিলে কোনও বাধা দেবে না তুরস্ক। কিন্তু চলতি বছরে ন্যাটোর বৈঠক শুরুর আগে হঠাৎই বেঁকে বসে তুরস্ক।
আরও পড়ুন-টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, ফের গৈরিকীকরণের অপচেষ্টা
তুরস্কের প্রেসিডেন্টের অভিযোগ ছিল, তুরস্কে কুর্দিশদের সমর্থন করছে ফিনল্যান্ড ও সুইডেন। কুর্দিশদের জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করেছে তুরস্ক সরকার। তবে শেষ পর্যন্ত নিজের অবস্থান বদলে ন্যাটোয় যোগ দেওয়ার জন্য সুইডেনকে সবুজ সংকেত দিলেন তুরস্কের প্রেসিডেন্ট। তবে এখনও তুরস্কের পার্লামেন্ট সম্মতি পাওয়া বাকি। সেই সম্মতি পেলেই ন্যাটোর সদস্য হতে পারবে সুইডেন। তুরস্কের আপত্তি উঠে যাওয়ায় খুশি সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তিনি বলেন, সুইডেনের জন্য আজ খুশির দিন। অপরাধ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব।