নিলামে রোনাল্ডোর জার্সি, মৃত্যু ফুটবলারের

বিধ্বস্ত তুরস্ক

Must read

আঙ্কারা, ৮ ফেব্রুয়ারি : ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের সই করা জার্সি নিলামে তুলছেন পর্তুগিজ মহাতারকা। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। একথা জানিয়েছেন তুরস্কের এক ফুটবলার ডেমিরাল। তিনি জানিয়েছেন, ‘‘আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনাল্ডো অত্যন্ত শোকার্ত। আমার কাছে রোনাল্ডোর সই করা একটা জার্সি রয়েছে। সেটা নিলামে বিক্রি করা হবে। প্রাপ্ত অর্থ ত্রাণকার্যে ব্যবহার করা হবে।’’ এদিকে, চেলসির প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু বেঁচে গেলেও ভূমিকম্প প্রাণ কেড়ে নিল ইয়েনি মালাতইয়াস্পোরের গোলরক্ষক ইউপ তুরকাসলানের (TURKISH GOALKEEPER EYUP TURKASLAN)। তুরস্কের দ্বিতীয় ডিভিশন ক্লাবের গোলকিপার ছিলেন তিনি (TURKISH GOALKEEPER EYUP TURKASLAN)। ক্লাবে দু’দিনের ছুটি দেওয়া হয়েছিল। ফলে বেশির ভাগ ফুটবলার ছিলেন না। প্রবল কম্পনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িঘর। যে বিল্ডিংয়ে থাকতেন তুলকাসলান, সেই বিল্ডিং পড়ে যায়। আর ধ্বংসস্তূপে আটকে প্রাণ হারান এই গোলকিপার। তাঁর স্ত্রী অবশ্য জীবিত, তাঁকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-মৃতের সংখ্যা প্রায় ১২ হাজার

Latest article