প্রয়াত প্রাক্তন নগরপাল তুষারকান্তি তালুকদার

Must read

প্রতিবেদন : প্রয়াত কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তুষার তালুকদার (Tushar Kanti Talukdar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সম্প্রতি কিডনির অসুস্থতা নিয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরেই প্রয়াত হন তিনি। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতা পুলিশের কমিশনার পদ সামলেছিলেন তুষার তালুকদার (Tushar Kanti Talukdar)। প্রথম থেকেই বিতর্ক তাড়া করে বেড়িয়েছিল তাঁকে। পুলিশ কমিশনারের বাড়িতে লেনিনের ছবি রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল। বউবাজরের রশিদ-কাণ্ড এবং বিস্ফোরণ তাঁর আমলেই। জ্যোতি বসুকে মনীষী আখ্যা দেওয়া নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল তাঁকে ঘিরে। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার। এরপর গত ৭ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন- জিএসটি ফাঁকি রুখতে পারলে সাশ্রয় হবে লক্ষ কোটি, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি অমিত মিত্রের

Latest article