করোনায় বিপন্ন টুসুশিল্পীরা

করোনা ওঁদের মুখের হাসি কেড়ে নিচ্ছে। ওঁরা বলতে জঙ্গলমহলের টুসু মূর্তি তৈরির কারিগর।

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম :‌ করোনা ওঁদের মুখের হাসি কেড়ে নিচ্ছে। ওঁরা বলতে জঙ্গলমহলের টুসু মূর্তি তৈরির কারিগর। করোনার তৃতীয় ঢেউয়ে বেসামাল শিল্পীরা। মাথায় হাত পড়েছে ওঁদের। সামনে মকর পরব। জঙ্গলমহলের মহোৎসব। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। সারা বছর এই উৎসবের দিকে তাকিয়ে থাকেন টুসুমূর্তির কারিগররা। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কাটনিমাড়ো গ্রামের প্রায় ৩৫টি বৈষ্ণব পরিবারের ছোটো–‌বড় সবাই মূর্তি গড়েন।

আরও পড়ুন-পুরুলিয়ায় বন্ধ মকর মেলা

এই কাটনিমাড়ো গ্রামের মানুষ চাষবাস বা অন্যান্য কাজ করলেও টুসু উৎসবের কয়েক মাস আগে থেকে টুসুর মূর্তি তৈরি করে হাটে হাটে বিক্রি করে ভালো উপার্জন করেন। করোনার জন্য গত দু বছর সেভাবে হাট বসেনি। এবছর আশার আলো দেখলেও ফের লকডাউন শুরু হয়েছে। সোমবার ঝাড়গ্রাম পুর এলাকায় এক দিনের লকডাউন হয়। একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। ফলে টুসুশিল্পীদের মাথায় হাত। ধারদেনা করে টুসু তৈরি করেছিলেন। সেগুলো বিক্রি না হলে তাঁরা প্রচুর ক্ষতির মুখে পড়বেন।

Latest article