পেগাসাস বিরোধিতা করায় ১২ সাংসদকে একতরফা বহিষ্কার

অগণতান্ত্রিক, বেআইনি, স্বৈরাচারী বিজেপি

Must read

নয়াদিল্লি : বাদল অধিবেশনে পেগাসাসকাণ্ড নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। সেই ঘটনার জেরে সোমবার চলতি শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই ১২ জন সাংসদের বিরুদ্ধে অবাক করা সিদ্ধান্ত। ২ তৃণমূল সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী-সহ রাজ্যসভার ১২ জন সাংসদকে গোটা শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করার জন্য ডেপুটি চেয়ারম্যানকে চিঠি লিখে সুপারিশ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। দোলা সেন ও শান্তা ছেত্রী ছাড়াও সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন সিপিএম, সিপিআই, কংগ্রেস ও শিবসেনার ১০ সদস্য।

আরও পড়ুন-কারা ছিল তদন্ত কমিটিতে, কোথায় ভিডিও ফুটেজ, প্রশ্ন সুখেন্দুশেখরের

কী হয়েছিল বাদল অধিবেশনে? পেগাসাসকাণ্ডে ফোনে আড়িপাতা নিয়ে বাদল অধিবেশনে বারবার উত্তপ্ত হয় সংসদ। নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেস। তদন্তের দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সংসদ হয়েছে উত্তাল। রাজ্যসভায় বিক্ষোভে বিরোধী মুখ হিসেবে সামনের সারিতে উঠে আসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বারবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। যে কারণে এই বিক্ষোভ, সরকার তা গুরুত্ব না দিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোর প্রতিপন্ন করতে মরিয়া ছিল।

আরও পড়ুন-BJP: বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ২৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

গোটা দেশ যে ইস্যুতে উত্তাল, তাকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চলতে থাকে। ইজরায়েলি সফটওয়্যার ব্যবহার করে সরকার বিরোধী দলের নেতা থেকে শুরু করে বিশিষ্টদের ফোনে আড়ি পাতে বলে অভিযোগ। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসার ভয়ে সরকার দমন-পীড়ন শুরু করে। পরিস্থিতি সামাল দিতে না পেরে সেই সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যানকে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে জানা গেল সেই শাস্তি সেখানেই শেষ হয়নি। বাদল অধিবেশনের ঘটনার শাস্তি হল শীতকালীন অধিবেশনেও! গোটা অধিবেশনের জন্য ১২ সাংসদকে বহিষ্কার করা হল।

Latest article