বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : মাত্র কুড়ি টাকায় কুড়ি লিটার জল। জলের সমস্যার সমাধান। পুরসভার উদ্যোগে এমনই সুবিধা পাবেন আলিপুরদুয়ারবাসীরা। সোমবার একইদিনে জোড়া জলপ্রকল্প পেলেন আলিপুরদুয়ারবাসী (Alipurdwar)। একদিকে পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি কুড়ি লিটার ড্রামবন্দি পরিশোধিত পানীয় জল পৌঁছে দেবার প্রকল্পের সূচনা করলেন আলিপুরদুয়ার (Alipurdwar) পুর-প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান প্রসেনজিৎ কর। অপরদিকে তিনিই আবার ১০২ কোটি টাকা ব্যয়ে শহরের পুর এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি নলবাহিত পরিস্রুত পানীয় জলের প্রকল্পের পাইপলাইন পাতার কাজের শিলান্যাস করেন।
আরও পড়ুন – এবার পড়তে পড়তেই সরকারি অফিসে কাজ শেখার সুযোগ : ঘোষণা মুখ্যমন্ত্রীর
আলিপুরদুয়ারের ১৬ নম্বর ওয়ার্ডে পরিশোধিত পানীয় জলের প্ল্যান্টটির আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্ল্যান্ট থেকে ২০ টাকার বিনিময় আলিপুরদুয়ার পুরবাসী পেয়ে যাবেন কুড়ি লিটার পরিশোধিত পানীয় জল। শুধু পুর এলাকা নয়, পুর এলাকার বাইরেও চাহিদা অনুযায়ী জোগান দেওয়া হবে এই পরিশোধিত পানীয় জলের। অপরদিকে, শহর জুড়ে মোট পাঁচটি রিজার্ভারের সাহায্যে নলবাহিত পানীয় জল পৌঁছানো হবে বাড়ি বাড়ি। যে প্রকল্পের পাঁচটি রিজার্ভার শহরের পাঁচটি ওয়ার্ডে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং আজ থেকে শুরু হল পাইপলাইন পাতার কাজ। এই বিষয়ে পুর প্রশাসক প্রসেনজিৎ কর বলেন, প্রকল্পের মোট খরচ হবে ১০২ কোটি টাকা।
এই প্রকল্প সম্পূর্ণ হয়ে গেলে বিনামূল্যে পুরবাসীরা পরিস্রুত পানীয় জল পেয়ে যাবেন একেবারে বাড়ির দুয়ারে। এই প্ল্যান্ট থেকেই পুরসভার কুড়িটি ওয়ার্ডের বাড়ি বাড়ি পৌঁছে যাবে কুড়ি লিটার ড্রামবন্দি পরিশোধিত পানীয় জল। সূচনা অনুষ্ঠানে ছিলেন পুর প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রুমা চট্টোপাধ্যায়-সহ পুরবোর্ডের অন্য সদস্যরা।