বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: দুর্গাপুজোর মতোই কালীপুজো দেখার হিড়িক জলপাইগুড়িতে। নজরের কেন্দ্রবিন্দু দাদাভাই ক্লাবের মণ্ডপ। ১৩০ ফুট উঁচু টুইন টাওয়ার। উদ্বোধন হল রবিবার। শনিবার রাত থেকেই মানুষের ঢল নামল জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি বরাবর কালীপুজোর জন্য বিখ্যাত। উত্তরবঙ্গ জুড়ে মানুষ আসে দেখতে।
আরও পড়ুন –অস্থায়ী বনকর্মীদের আন্দোলনে বিজেপির উসকানি কাজে এল না
করোনার কারণে গত দু’বছর হাতেগোনা কয়েকটি বড় পুজো হয়েছিল। কিন্তু এবার করোনার পর বিভিন্ন ব্লকে শুরু হয়েছে একের পর নজরকাড়া মণ্ডপ। জেলায় অন্যতম সেরা পুজো ৪ নং ঘুমটি এলাকার দাদাভাই ক্লাব। ক্লাব সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার বানাতে খরচ হচ্ছে প্রায় ৩০ লাখ টাকা। আলোকসজ্জা, প্রতিমা, পুজো ও ম্যানেজমেন্ট ইত্যাদিতে খরচ আরও ১০ লাখ টাকা।