দিল্লি-মুম্বই অফিস বন্ধ করল ট্যুইটার

দিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করে দিচ্ছে ট্যুইটার কর্তৃপক্ষ। আপাতত ভারতে শুধুমাত্র বেঙ্গালুরুতেই ট্যুইটারের অফিস খোলা থাকছে।

Must read

প্রতিবেদন : দিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করে দিচ্ছে ট্যুইটার কর্তৃপক্ষ। আপাতত ভারতে শুধুমাত্র বেঙ্গালুরুতেই ট্যুইটারের অফিস খোলা থাকছে। বন্ধ করে দেওয়া ওই দুই অফিসের সমস্ত কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সংস্থা। ট্যুইটার কেনার পর থেকেই সংস্থার ব্যয় কমাতে একাধিক ব্যবস্থা নিয়েছেন ট্যুইটার কর্তা এলন মাস্ক। সেই ব্যবস্থার অঙ্গ হিসেবেই মুম্বই ও দিল্লির অফিস বন্ধ করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন-আদানি-কাণ্ডে মোদির জবাব চান মার্কিন ধনকুবের সোরেস

ভারতে দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুতে তিনটি অফিস ছিল ট্যুইটারের। এই তিন অফিসে কর্মীসংখ্যা ছিল প্রায় আড়াইশো। কিন্তু ২০২২ এর শেষ দিকে বিশ্বজুড়ে সংস্থা বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করেছে। যার প্রভাব পড়েছে ভারতেও। বর্তমানে হাতেগোনা কয়েকজন কর্মীকে নিয়ে কাজ চালাচ্ছে সংস্থা। এরই মধ্যে দিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করে দেওয়ার খবর এল। ওই দুই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থা পাকাপাকি কি না সে বিষয়ে কিছু জানায়নি সংস্থা।

আরও পড়ুন-অরুণাচল প্রদেশ ভারতের অংশ, মত মার্কিন সেনেটের

মাস্কের ধারণা, ভারতে ব্যবসা চালিয়ে সেভাবে লাভ হচ্ছে না। তাই খরচ কমাতে ভারতের ওই দুই অফিস বন্ধ করা হয়েছে। বর্তমানে বেঙ্গালুরুর অফিসে শুধুমাত্র সংস্থার ইঞ্জিনিয়াররা কাজ করেন। শোনা যাচ্ছে, খুব বেশিদিন ওই অফিসও আর খোলা রাখবেন না মাস্ক। যদিও বিভিন্ন সমীক্ষক সংস্থা জানিয়েছে, আগামী দিনে ভারতে সোশ্যাল মিডিয়ার বড় ধরনের ব্যবসার সুযোগ রয়েছে।

Latest article