নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকার ট্যুইটার ইন্ডিয়াকে (Twitter India) ৪ জুলাইয়ের মধ্যে দেশের তথ্য প্রযুক্তি নিয়ম মেনে চলার জন্য শেষ সুযোগ দিল। কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্যুইটার কর্তৃপক্ষ ডিজিটাল বিধির নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হয়েছে ৷ কিন্তু এবার নিয়ম মেনে না চললে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ট্যুইটার (Twitter India) কর্তৃপক্ষ সব শর্ত না মানলে ভারতে তারা অন্তর্বর্তীকালীন সুরক্ষা হারাবে। ফলে যাবতীয় পোস্টের জন্য দায়ী থাকবে ট্যুইটার নিজেই। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯-এ ধারা মেনে চলতে বারবার ব্যর্থ হয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ভারতে ট্যুইটারের চিফ কমপ্লায়েন্স অফিসারকে সম্বোধন করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি ট্যুইটার সরকারের নির্দেশিকা এবং তথ্য ও প্রযুক্তি আইন লঙ্ঘন করতে থাকে, তাহলে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, কোনও ব্যবহারকারী অপরাধমূলক কিংবা অবমাননাকর কোনও কিছু পোস্ট করলে তার দায়ভার সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থার ওপর বর্তাবে। সেটা টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনও সংস্থা হতে পারে।
আরও পড়ুন: মণিপুরে ধস নেমে মুছে গেল সেনাচৌকি, মৃত ৮ নিখোঁজ ৬০