তালিবান আতঙ্কেই দুই ভাই ঝুলেছিলেন চাকায়

Must read

প্রতিবেদন : তালিবান-আতঙ্ক যে কোন জায়গায় মানুষকে নিয়ে যেতে পারে, তার প্রমাণ এই দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই ছবি। বেনজির এই দৃশ্য দেখে চমকে গিয়েছিল তামাম দুনিয়া। কাবুল বিমানবন্দর থেকে ওড়া বিমানের চাকা ধরে ঝুলতে ঝুলতে বিন্দুর মতো পড়ে যাওয়ার সেই ভিডিও।

আরও পড়ুন: অশান্ত কাবুল দাপাচ্ছে, তালিবান দেশ ছাড়তে মরিয়া আফগানরা ফেসবুক বার্তা ঘানির

এবার মৃতদের পরিচয় সামনে এল। দেশ ছাড়তে মরিয়া দুই সহোদর ভাই কোনও কিছু না ভাবেই চাকা ধরে ঝুলে পড়ে। একজনের বয়স ১৬, অপরজনের ১৭। শফিউল্লা ও ফিদা। দুই ভাইয়ের বাড়ি কাবুলের কাছে পাঘমানে। বিমান ছাড়ার পর কাবুল বিমানবন্দর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে একটি বাড়ির ছাদে আছড়ে পড়ে দু’জনের দেহ। মাথার খুলি ফেটে চৌচির। পেট ফেটে বেরিয়ে গিয়েছে নাড়িভুঁড়ি। প্রত্যক্ষদর্শীরা একজনের দেহ খুঁজে বিমানবন্দরে নিয়ে যায়। সেখানেই এক ভাইকে শনাক্ত করে পরিবার।

অপর দেহটি খুঁজে পাওয়া যায়নি। বাবা-মা হন্যে হয়ে আরেক ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু দুই ভাই কেন এভাবে বিমানের চাকায় চড়ে বসল? পরিবার সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তারা পালিয়ে বাঁচতে চেয়েছিল।

আরও পড়ুন: শুক্রবার বিজেপি বিরোধী দলগুলি একযোগে করবে ঐতিহাসিক বৈঠক

প্রতিবেশীদের থেকে তারা শুনেছিল, ২০ হাজার মানুষকে কানাডা ও আমেরিকায় পুনর্বাসন দেওয়ার জন্য বিমানে নিয়ে যাওয়া হচ্ছে। তাই কাউকে কিছু না জানিয়েই বিমানে চড়তে যায় তারা। বিমানে জায়গা না পেয়ে চাকাতেই ঝুলে পড়ে দুই ভাই। তারপরের ঘটনা সবার জানা। তালিবান আতঙ্ক এভাবেই কেড়ে নিয়েছে দুটি প্রাণ।

Latest article