Bank Strike: ব্যাঙ্ক ধর্মঘট

Must read

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের ডাকে বৃহস্পতিবার থেকে দু’দিন দেশজুড়ে ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার ছিল ধর্মঘটের (Bank Strike) প্রথম দিন। বিভিন্ন ব্যাঙ্কের প্রায় ৯ লক্ষ কর্মী দু’দিনের এই ধর্মঘটে শামিল হয়েছেন। ধর্মঘটের কারণে এদিন সাধারণ গ্রাহকদের চরম সমস্যায় পড়তে হয়। বেশিরভাগ এটিএমে টাকা ছিল না। বহু জায়গায় এটিএমের ঝাঁপও ছিল বন্ধ। ব্যাঙ্ক বন্ধের পাশাপাশি এটিএমগুলিতেও টাকা না মেলায় গ্রাহকদের ভোগান্তি আরও বাড়ে। তবে এদিন এইচডিএফসি, আইসিআইসিআইয়ের মতো কয়েকটি বেসরকারি ব্যাঙ্কে পরিষেবা ছিল স্বাভাবিক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদি সরকার নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দু’দিনের ধর্মঘটের (Bank Strike) ডাক কর্মী সংগঠনগুলির৷

আরও পড়ুন-Ajay Mishra: শিয়রে ভোট, মন্ত্রীকে সরাতে নারাজ বিজেপি

Latest article