কার্তিক ঘোষ, বাঁকুড়া : জঙ্গলমহলের জঙ্গলঘেরা রানিবাঁধ ব্লকের দুই কন্যাশ্রী সোমা হাঁসদা (২৩) ও শ্যামলী সরদার (২০) দুবাইয়ে যাবেন কবাডি লিগের খেলায় অংশ নিতে। পিতৃমাতৃহীন সোমার বাড়ি তালগোড়া গ্রামে, শ্যামলীর বাড়ি রামজীবনপুর গ্রামে। গত জানুয়ারি মাসে অন্ধপ্রদেশের নরসাপূরমে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেন দু’জনেই। তাঁরা বলেন, ‘‘অন্ধপ্রদেশ অনেকদূর। আমরা জঙ্গলমহলের এ গ্রাম-ও গ্রাম গিয়েছি। শুনছি, সাত সমুদ্র তেরো নদী পারে দুবাই। খুব আনন্দ হচ্ছে, অর্থাভাবে পড়াশুনা শেষ করতে পারিনি। কিন্তু খেলাধুলা চালিয়ে যেতে পেরেছি বলেই আজ এই সুযোগ পেলাম।’’
আরও পড়ুন-দু’বছর পর অগ্রদ্বীপে শুরু হল রাজ্যের দ্বিতীয় বড় মেলা, উপচে পড়া ভিড়ে পুজো দিলেন মন্ত্রী
এ বিষয়ে বাঁকুড়া জেলা কবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা কবাডি কোচ আস্তিক মণ্ডল জানান, রবিবার রাজ্যের ৩০০ মহিলা কবাডি খেলোয়াড়ের মধ্যে কুড়িজনকে মনোনীত করা হয়। নির্বাচন করে উত্তরপাড়া এসবি কবাডি ক্লাব। এই কুড়িজনকে ১৫ দিন রাজস্থানের একটি ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে দক্ষতা অনুযায়ী এঁদের নিলাম হবে ৫০ হাজার থেকে শুরু করে যে কোনও টাকায়। দুবাইয়ে আট দলের লিগ পর্যায়ে খেলা হবে। সেই খেলায় বিজয়ী দল পাবে ৫১ লক্ষ টাকা পুরস্কার, বিজিত দল ৩১ লক্ষ টাকা। পুরস্কার ছাড়াও অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধাও পাবে। সম্পাদক তথা কবাডি কোচ আস্তিক মণ্ডল জানান, সোমা এবং শ্যামলী বাঁকুড়ার মুকুটে নতুন পালক যোগ করল। দুই খেলোয়াড়ের বক্তব্য, আস্তিক স্যর ছাড়া আমাদের পক্ষে এই জায়গায় পৌঁছনো সম্ভব ছিল না