ত্রিপুরায় জঙ্গি হামলায় শহিদ ২ জওয়ান

Must read

ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে টহল চলাকালীন জঙ্গি হামলায় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের দুই জওয়ান শহিদ হয়েছেন। মঙ্গলবার সকালে ত্রিপুরার ধলাই জেলায় চৌমানু পুলিশ স্টেশন ও আরসি নাথ বর্ডার আউটপোস্টের কাছে এই হামলা করে সন্ত্রাসবাদীরা। নিহত দু’জনের একজন সাব-ইন্সপেক্টর ও একজন কনস্টেবল। আগরতলা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। বিএসএফ সূত্র জানিয়েছে, নিহত সাব ইন্সপেক্টরের নাম ভুরু সিং ও কনস্টেবল রাজ কুমার। পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অরিন্দম নাথ সংবাদমাধ্যমকে বলেন, “দু’জনই সীমান্তে পেট্রলিং করছিলেন। আমাদের ধারণা, জঙ্গিরা আগে থেকেই এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। আচমকাই তারা হামলা চালিয়ে পালিয়ে যায়।”

আরও পড়ুন-Breaking : করোনা আবহে বড় করে পুজোর আয়োজন করার পক্ষপাতী নন পার্থ চট্টোপাধ্যায়

Latest article