সিএএ নিয়ে প্রতিবাদের জের, দুই যুবককে পিটিয়ে খুন!

Must read

নৃশংস ঘটনা মেঘালয়ের (Meghalaya violence) পূর্ব খাসি হিলস জেলায়। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় যুবকদের পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। বুধবার সন্ধেয় ঘটনাটির পর পূর্ব খাসি পাহাড়ের এসপি ঋতুরাজ রবি জানান, ইছামতি ও ডালদা এলাকায় ইসান সিং ও সুজিত দত্তের মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন- নির্মলার স্বামীর মন্তব্যে অস্বস্তিতে বিজেপি, নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি

পুলিশ সূত্রে খবর, ইছামতি এলাকায় (Meghalaya violence) খাসি ছাত্র সংগঠনের নেতৃত্বে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ছিল। এই মিছিলে আরও একাধিক সংগঠন অংশ নিয়েছিল। মিছিলের পরেই ইসান সিং এবং সুজিত দত্ত নামের দুই যুবককে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ কর্তা ঋতুরাজ রবি জানান, “স্থানীয় থানার পুলিশরা এবং শিলং থেকে একাধিক পুলিশ কর্তা ঘটনাস্থলে রয়েছেন।”

পুলিশের তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীরা পরিস্থিতির সুযোগ নিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে। মৃতরা আদিবাসী ছিলেন না।

Latest article