মহারাষ্ট্র ও কর্ণাটকে দুই খুন, টুইটারে বিজেপিকে তীব্র কটাক্ষ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের

এবার চার অজ্ঞাত পরিচয় যুবকের গুলিতে খুন হলেন ৩৫ বছর বয়সী এক মুসলিম ধর্মগুরু। মহারাষ্ট্রের নাসিক জেলার ইওলা টাউনের ঘটনা।

Must read

এবার চার অজ্ঞাত পরিচয় যুবকের গুলিতে খুন হলেন ৩৫ বছর বয়সী এক মুসলিম ধর্মগুরু। মহারাষ্ট্রের নাসিক জেলার ইওলা টাউনের ঘটনা। এছাড়াও কর্ণাটকের সরলা বাস্তুর চর্চা করা চন্দ্রশেখরকেও খুন করা হয়েছে। এই ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার এই দুই নৃশংস ঘটনার উল্লেখ করে টুইট করেছেন। একইসঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেছেন, এক নতুন ভারতের এটাও আর একটা দিন। ৷ সেই সঙ্গে কয়েকজন বিজেপির উত্তরীয় পরা যুবকের ছবিও দিয়েছেন অভিষেক তাঁর টুইটার হ্যান্ডেলে। ইঙ্গিত পরিস্কার। ধর্মের নামে এই ধরণের হত্যালীলা ঘটানোর অতীত রেকর্ড দেশে কাদের আছে তা সকলেই জানে। মুসলিম এই ধর্মগুরুর শিকড় আদতে আফগানিস্তানে। উন্মত্ত ঘৃণ্য ধর্মীয় রাজনীতির বলি হলেন এই মুসলিম ধর্মগুরু। আততায়ীরা এখনো পর্যন্ত অধরাই। দেশে একের পর এক ধর্মীয় হিংসার ঘটনা ঘটেই চলেছে। অথচ নির্বিকার দেশের সরকার।

আরও পড়ুন-ফের ঘরোয়া সিলিন্ডারে বাড়ল দাম, নাভিশ্বাস মধ্যবিত্তের, টুইট বার্তায় সরব তৃণমূল কংগ্রেস

মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের জোট সরকার ভেঙে তৈরি মহারাষ্ট্রের সদ্য গঠিত শিণ্ডে সরকারের পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এ ঘটনায়। একদিকে রান্নার গ্যাস সহ পেট্রোল- ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি, বেকারত্ব, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি, টাকার দাম সহ দেশের অর্থনীতির অধঃপতন। এসব থেকে নজর ঘোরানোর জন্যই বিজেপি সরকার উন্মত্ত ধর্মীয় বিভাজন ও হিংসার রাজনীতিতে উসকানি দিচ্ছে। নিজেদের লোকদের দিয়েই একের পর এক ঘটনা ঘটাচ্ছে। যার জলজ্যান্ত উদাহরণ বিজেপি নেত্রী ও মুখপাত্র নূপূর শর্মার কুমন্তব্য, যার জেরে দেশে আগুন জ্বলছে। অথচ তাঁকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন-বিরাটকে কটাক্ষ ব্রিটিশ মিডিয়ার

বরং প্রোটেকশন দেওয়া হয়েছে। উদয়পুরের নৃশংস হত্যাকান্ডে জড়িত রিয়াজ আখতারির সঙ্গে সরাসরি বিজেপির যোগাযোগ প্রমাণিত হয়েছে। জম্মুতে ধৃত লস্কর জঙ্গি তালিব হোসেন শাহ আদতে বিজেপির আইটি সেলের সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার ছবিও ইতিমধ্যেই সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। তারপর নাসিকের এই মুসলিম ধর্মগুরুকে হত্যা করা হল। কবে থামবে এই ধর্মীয় হিংসার ঘৃণ্য রাজনীতি, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের

 

Latest article