‘আমরা ওখানকার জনসাধারণের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি’ বার্তা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের

এই অবস্থায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার ত্রাণ সামগ্রী নিয়ে বনমালিপুর থেকে শিলচরের উদ্দেশ্যে সদস্যরা রওনা দিয়েছেন।

Must read

বেশ কয়েকদিন ধরেই ত্রিপুরায় (Tripura) বন্যা কবলিত মানুষের অবস্থা শোচনীয়। Tripuraএই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আসামের বন্যায়,‌ স্থানীয় জনসাধারণের অসময়ে পাশে দাড়াতে তৃণমূল কংগ্রেস এই উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন-মহারাষ্ট্র ও কর্ণাটকে দুই খুন, টুইটারে বিজেপিকে তীব্র কটাক্ষ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের

এদিন যাত্রা পথে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক বলেছেন, “আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছি যে অন্তত ৩,০০০ পরিবারকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং দরিদ্রদের জন্য শাড়ি, কাপড় দিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে একটা ট্রাক এবং ধর্মনগর থেকে আরেকটা ট্রাক যাবে। আসাম রাজ্য এক ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। আমরা ওখানকার জনসাধারণের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।”

Latest article