এবার পাহাড়ে অ্যাসিড পোকার আতঙ্ক! সংক্রমিত একাধিক

Must read

বৃষ্টি, ধস উত্তরবঙ্গে। এরই মধ্যেই নয়া আতঙ্ক ছড়িয়েছে অ্যাসিড পোকা, যার নাম নাইরোবি ফ্লাই (Nairobi Fly)। এই পোকার কামড়ে গত কয়েকদিনে শিলিগুড়িতে একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নাইরোবি ফ্লাই (Nairobi Fly) থেকে টক্সিন নামে এক ধরনের ক্ষতিকারক পদার্থ বেরোয়, তাতে মানুষের চামড়ায় ফোসকা পড়ে যায়। তবে এই পোকা থেকে চিন্তার কিছু নেই। ওষুধ লাগালেই তা শীঘ্রই সেরে যাবে। গত কয়েকদিনে এমনটা অনেকের ক্ষেত্রেই দেখা গেছে,যা থেকে আতঙ্ক ছড়িয়েছে পাহাড় থেকে সমতলেও।

সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে সম্প্রতি নাইরোবি ফ্লাইয়ের উপদ্রব বেড়েছে। সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পতঙ্গের সংস্পর্শে এসে তাঁদের প্রায় ১০০ পড়ুয়ার ত্বকে সংক্রমণ দেখা দিয়েছে। তাঁদের ওষুধ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে ওঠার পথে তাঁরা। তবে সম্প্রতি সংক্রমিত হয়ে পড়া এক পড়ুয়াকে সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয় বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২ মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা অভিষেকের

ইতিমধ্যেই এই পোকা নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। তাদের তরফে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। লাল আর কালো রঙের এই পোকার মাথার দিকটা কালো ও পেট হয় লাল। পুরকর্তাদের দাবি, তেমন ভয়ের কিছু না থাকলেও সকলকে সচেতন থাকতে হবে। তবেই মুক্তি মিলবে নাইরোবি ফ্লাই থেকে।

উত্তরকন্যার স্বাস্থ্য অধিকর্তা জানান, এই পোকা আলোয় থাকতে পছন্দ করে। তাই সন্ধ্যা হলে ঘরের জানালা-দরজা বন্ধ করে দেওয়াই ভালো। এছাড়া বাড়ির বাইরে বড় আলো জ্বালিয়ে রেখতে পারলে সেদিকে পোকা গুলি চলে যাবে। পাশপাশি, এই পোকার হাত থেকে রেহাই পেতে মশারি টাঙানোর পরামর্শ দিয়েছেন তিনি।
পতঙ্গবিদরা জানিয়েছেন, নাইরোবি ফ্লাই যখন গায়ে বসে, তাদের শরীরে থাকা অ্যাসিডজাতীয় উপাদান আমাদের ত্বকের উপর বসে যায়। তাতেই জ্বালা করে ত্বক।

Latest article