প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগেই। মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছিল প্রস্তাব। সেইমতো রাজ্যে তৈরি হল দুটি নতুন পুরসভা। সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ায় এবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ময়নাগুড়ি ও ফালাকাটা পুরসভা। এতদিন রাজ্যে ১২৫টি পুরসভা ছিল। সেই তালিকায় আরও দুটি যুক্ত হওয়ায় সংখ্যাটা বেড়ে হল ১২৭। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে সেখানে এই দুই পুরসভার আত্মপ্রকাশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। পঞ্চায়েতের তুলনায় অনেক বেশি সুযোগ-সুবিধা পাওয়া যায় পুরসভা এলাকায়। পুরসভার ক্ষেত্রে অর্থও অনেক বেশি বরাদ্দ হয়। সঙ্গত কারণেই এবার সেই বাড়তি অর্থ ব্যবহার করে বেশি উন্নয়নের সুযোগ পাবে ময়নাগুড়ি ও ফালাকাটা।