Breaking : হামলার প্রতিবাদ,ডিজির কাছে ডেপুটেশন দেবেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন : শুক্রবার বিজেপির বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার দুপুর ১২ টায় ত্রিপুরার ডিজির কাছে ডেপুটেশন দেবেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাংসদ ডাঃশান্তনু সেন, মন্ত্রী মলয় ঘটক, সুবল ভৌমিক, আশিসলাল সিং সহ স্থানীয় তৃনমুল নেতৃত্ব উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৪ টেয় আগরতলায় হবে প্রতিবাদ মিছিল। বিকেল ৫.৩০ থেকে আগরতলা জিবির মোড়ে হবে বিশাল প্রতিবাদ সভা। শুক্রবার রাতে ত্রিপুরায় বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন : লক্ষ্মীপুজোর পরেই ১ কোটি গৃহলক্ষ্মীর অ্যাকাউন্টে ঢুকল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

‘ত্রিপুরার জন্য তৃণমূল’ এই কর্মসূচি করতে গিয়ে ফের সে রাজ্যে আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেস। আমতলি বাজারে দলের গাড়ি ভাংচুর করে বিজেপি’র গুণ্ডারা। গাড়িতে ছিলেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

এই প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন , ‘বিপ্লব দেবের নেতৃত্বে গুন্ডারাজ এক নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। প্রত্যেক দিন রেকর্ড তৈরি করছে। ত্রিপুরা বিজেপির আমাদের রাজ্যসভার মহিলা সাংসদকে এভাবে আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। সময় এসে গিয়েছে ত্রিপুরার মানুষ এর উত্তর দেবে’।

 

Latest article