চেতলায় ঝুপড়িতে অগ্নিকাণ্ড

Must read

প্রতিবেদন : ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কলকাতাবাসী। শুক্রবার চেতলার এক ঝুপড়িতে আগুন লেগে এই বিপত্তি। দুর্ঘটনায় ঝলসে গিয়েছেন দুই শিশু-সহ চারজন। আহতদের ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান কলকাতা পুর-প্রশাসক তথা এলাকার বাসিন্দা ফিরহাদ হাকিম। এই এলাকাতেই থাকেন কলকাতার পুর-প্রশাসক। তিনি খবর পাওয়ামাত্র দুর্ঘটনাস্থলে হাজির হন। ঝলসে যাওয়া শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ফোন করে ব্যবস্থা করে দেন। তিনি বলেন, ‘‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সরকার দুর্গতদের পাশে আছে।’’

আরও পড়ুন : দেশের সেরা বাংলার বিশ্ববিদ্যালয়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সওয়া ১টা নাগাদ চেতলার ঝুপড়ির একটি ঘরে আগুন লেগে যায়। প্রথমে সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। নজরে আসতেই প্রতিবেশীরা দমকলে খবর দেন। তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। যেহেতু ঘিঞ্জি এলাকা, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। ঘরের ভেতর থেকে চারজনকে বের করে আনা হয়। তাদের মধ্যে দু’জন শিশু। তাদের দ্রুত এসএসকেএমে পাঠানোর ব্যবস্থা করা হয়। কীভাবে ঝুপড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয়নি। তবে দমকল আধিকারিকদের অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করে এই ঘটনা ঘটে থাকতে পারে।

Latest article