রাজ্যসভায় দুই মনোনয়ন পেশ

ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও চিফ হুইপ নির্মল ঘোষ, ডেপুটি চিফ হুইপ তাপস রায়-সহ অন্যরা।

Must read

প্রতিবেদন : রাজ্যসভার (Rajyasabha) জন্য মঙ্গলবার বিধানসভায় (Bidhansabha) মনোনয়ন (nomination) জমা দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) দুই প্রার্থী সুস্মিতা দেব ও নাদিমূল হক। এদিন বেলা ১টার কিছু পরে বিধানসভায় আসেন নাদিমুল ও সুস্মিতা। ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও চিফ হুইপ নির্মল ঘোষ, ডেপুটি চিফ হুইপ তাপস রায়-সহ অন্যরা।

আরও পড়ুন-সন্দেশখালি নিয়ে দিনভর গুন্ডামি করল রাম-বাম

মনোয়ন জমা দেওয়ার পর সুস্মিতা ও নাদিমূল দু’জনেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। সুস্মিতা বলেন, চার প্রার্ধীর মধ্যে তিনজনই মহিলা। ফলে তৃণমূলের ৪০ শতাংশের বেশি মহিলাদের উপস্থিতি সংসদে। এটা দেশে কার্যত রেকর্ড।

Latest article