দীর্ঘ ৬২ ঘণ্টা পর তুরস্কে ভেঙে পড়া একটি বাড়ির নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই বোনকে। স্থানীয় গাজিয়ানতেপ প্রশাসনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, বছর ২৫-এর ফাতেমা দেমি এবং তাঁর বোন মেরভি ভূমিকম্পে মাটিতে মিশে যাওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন।
আরও পড়ুন-চিত্রার জামিন
আশ্চর্যজনকভাবে দীর্ঘ ৬২ ঘণ্টা পর তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। একইভাবে প্রায় ৫০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে বছর চারেকের এক শিশুকে। ভূমিকম্পের পর তিন দিন কেটে গিয়েছে। ভেঙে পড়া ধ্বংসস্তূপের তলায় জীবিত অবস্থায় মানুষকে উদ্ধারের আশা প্রায় শেষ। এরই মধ্যে আশ্চর্যজনক কয়েকটি ঘটনা সামনে এসেছে। যার মধ্যে ফাতেমা ও তাঁর বোনের উদ্ধারের কথা রয়েছে।