উত্তরাখণ্ডের নৈনিতালে (Nainital) প্রবল ভূমিধস। এর জেরে আস্ত দোতলা বাড়ি ভেঙে পড়ল তাসের ঘরের মতো। আশেপাশের বহু বাড়িতেও ফাটল ধরেছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দোতলা বাড়িটি ক্রমশ ঢালের দিকে বেঁকে যায়। এরপর বিকট শব্দে ওই ফাঁকা বাড়িটি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ধসের কারণে বাড়িটিতে যখন ফাটল ধরতে শুরু করে তখনই বাসিন্দারা বাড়িটি ফাঁকা করে দেন। ফলে কেউ আহত হননি। বাড়ির ফাটল বাড়তে বাড়তে এক সময় ১২ কামরা-সহ বিশাল দোতলা বাড়িটি মাটিতে মুখ থুবড়ে পড়ে। উত্তরাখণ্ড প্রশাসন ওই দুর্ঘটনার পর নৈনিতালের (Nainital) মাল্লিতল এলাকার আশেপাশের বাকি বাসিন্দাদেরও তাঁদের বাড়ি ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেয়। ওই এলাকার অনেক বাড়িতেই ফাটল ধরেছে। বাসিন্দারা আতঙ্কিত।