নয়াদিল্লি : বঙ্গ বিজেপির দ্বন্দ্ব যে কোন পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ পাওয়া গেল দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে। প্রকাশ্যেই তর্কবিতর্কে জড়ালেন রাজ্যের দুই বিজেপি মহিলা সাংসদ। তর্জনী উঁচিয়ে একজন আর একজনের দিকে তেড়ে গেলেন। সোমবার সাংবাদিক সম্মেলনে গুরুত্ব পাওয়া নিয়ে প্রকাশ্যে ঝগড়া করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
আরও পড়ুন-মোদি জমানার গৈরিকীকরণ! পাঠ্যসূচি থেকে মোছা হল মুঘল জমানার ইতিহাস
সোমবার দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলন ডাকে বঙ্গ বিজেপি। সেখানেই দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান। হুগলি-সহ বিভিন্ন জায়গায় অশান্তি সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন লকেট। তাতেই ক্ষিপ্ত হন দেবশ্রী। তাঁর অভিযোগ, সমস্ত আয়োজন তিনি করলেও প্রচার পেলেন শুধুই লকেট। তাই গোঁসা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। এমনকী, সংবাদমাধ্যমের সামনেই লকেটের বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ করেন দেবশ্রী। সাংবাদিক সম্মেলন শেষ হতেই দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার কাছেও অভিযোগ করেন তিনি। দেবশ্রীর দাবি, এদিনের সব আয়োজন তিনি করেছিলেন। তাই সাংবাদিক সম্মেলনে তাঁরই বেশি সময় বলার অধিকার। দুই নেত্রীর মারমুখী মেজাজ ও বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির সদর দফতর। লকেটের বিরুদ্ধে চিৎকার করতে থাকেন দেবশ্রী। পরে দলীয় দফতরে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আরও পড়ুন-মোদির সিবিআই স্তুতি, খোঁচা তৃণমূলের
বিজেপির দুই নেত্রীর এই দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিতে কে কার সঙ্গে বিরোধ করছে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে আমি বলতে পারি, প্রত্যেক লোকসভা কেন্দ্রেই তাদের পরাজয় নিশ্চিত। যাঁরাই বিরোধ করুন, সাংবাদিক সম্মেলনে হাতাহাতি করুন, তাঁদের সকলকেই পরাজয়ের সম্মুখীন হতে হবে। এটা যেন তাঁরা মাথায় রাখেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলন কে আগে, কে পরে বলবেন তা নিয়ে নিজেদের মধ্যে অশান্তি না করে নিজেদের এলাকায় সম্প্রীতির বার্তা নিয়ে গিয়ে কাজ করুন। তাতে কিছু ভোট আসতে পারে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…