আজ, বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) দ্বিতীয় দিন ছিল। এদিন একাধিক মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে নিউটাউনের কনভেনশন সেন্টারে (Newtown Convention centre)। বাংলায় ক্যাব পরিষেবা আগেই ছিল। এবার কলকাতায় উবের বাস (Uber bus) পাওয়া যাবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শেষদিনে রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়। দেশের প্রথমসারির অ্যাপ ক্যাপ সংস্থাটি পরিবহণ দফতরের সঙ্গে এই বিষয়ে মউ স্বাক্ষর করল।
এই অ্যাপ ক্যাব সংস্থাটি পরিবহণ দফতরের সঙ্গে মউ চুক্তি করে ‘উবের শাটল’ পরিষেবা আনতে চলেছে। এদিন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে ব্যবসায়ীদের দেশ ছাড়ার একাধিক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘ভারতে সবমিলিয়ে কমেছে কর্মসংস্থান। কিন্তু বাংলায় বেড়েছে কর্মসংস্থান। আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। শিল্পপতিদের গলা টিপে ধরছে এজেন্সি। করের বোঝা চাপিয়ে দিচ্ছে। ৬টি অর্থনৈতিক করিডর তৈরির জন্য আমরা প্রস্তুত। ১৮৮টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।’
এদিকে বাংলায় হলুদ ট্যাক্সিকে যাত্রী সাথী প্রকল্পে যুক্ত করার ফলে ওলা–উবের কিছুটা হলেও ক্ষতির মুখে পড়েছে। সাধারণ মানুষ যাত্রী সাথী বেশি বুক করছেন। শহরতলিতেও যাত্রী সাথী ব্যবহার করছেন অসংখ্য মানুষ। বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার থেকে কম ভাড়ায় যাতায়াত সহজ হয়ে উঠেছে। সবথেকে বড় ব্যাপার হল যাত্রী সাথীর অ্যাপ্লিকেশন ব্যবহার করা খুব সহজ। একপ্রকার নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই অবশেষে উবের শাটল বাস পরিষেবা কলকাতায় চালু করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
আরও পড়ুন-‘বিধানসভাকে মর্যাদা দেওয়া উচিত ছিল’ বিল নিয়ে ফের সরব স্পিকার
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয়দিনে এক বিবৃতি দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবের কর্তৃপক্ষ। এর ফলে ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। রাজ্য সরকারের হাতেই বাসের মালিকানা থাকবে। এর ফলে মানুষ আরও উন্নত পরিষেবা পাবে। কম সংখ্যক গাড়িতে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবেন। শুধু যানজট নয়, এর ফলে কলকাতায় কমবে দূষণের মাত্রা। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ৫০ জন করে যাত্রী একটি বাসে যাতায়াত করতে পারবেন। এসি এই ৬০টি বাস সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।’