শিলিগুড়িতে যানজট রুখতে পুরনিগমের একাধিক উদ্যোগ

এছাড়াও রাজ্যে সরকারের উদ্যোগে বর্ধমান রোডে যে ফ্লাইওভার তৈরির কাজ চলছে তা আগামী এক মাসের মধ্যে শেষ হতে চলেছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : যানজটমুক্ত শহর গড়তে একগুচ্ছ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এই মর্মে বরাদ্দ করা হয়েছে ৯০ কোটি টাকা। পুরনিগমের অভিনব উদ্যোগের কারণে আগামী কয়েক মাসের মধ্যে যানজটমুক্ত শহর উপহার পেতে চলেছে শিলিগুড়িবাসী। শিলিগুড়ি বর্ধমান রোড ও স্টেশন ফিডার রোড(এসএফ রোড) চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম।

আরও পড়ুন-কলকাতায় চলবে উবের বাস, হল মউ স্বাক্ষর

এছাড়াও রাজ্যে সরকারের উদ্যোগে বর্ধমান রোডে যে ফ্লাইওভার তৈরির কাজ চলছে তা আগামী এক মাসের মধ্যে শেষ হতে চলেছে। ফ্লাইওভার চালু হলে যানজট সমস্যা অনেকটাই কমবে। বর্ধমান রোডের ঝংকার মোড় থেকেও তিনবাত্তি মোড় পর্যন্ত রাস্তা চওড়া করার কাজ শুরু হয়ে গিয়েছে। এই কাজ পরিদর্শন করতেই বুধবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বর্ধমান রোডে যান। বর্ধমান রোডের দু’পাশে ৬ ফুট করে মোট ২ ফুট রাস্তা চওড়া হচ্ছে।

আরও পড়ুন-১৮৮ MOU স্বাক্ষর, ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব: জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাস্তা চওড়া করতে গিয়ে যদি কোনও গাছ পড়ে তবে সেই গাছ স্থানান্তরিত করা হবে। এছাড়াও বেশ কিছু গাছ কাটা হবে বন দফতরের অনুমতি নিয়ে। তবে এদিন পরিদর্শনের পরে মেয়র গৌতম দেব বলেন, যানজট সমস্যা সমাধান করতে রাস্তা চওড়া করা হচ্ছে। এই কাজের জন্য ৯০ কোটি টাকা খরচ হবে।

Latest article